বিখ্যাত মার্কিন সাহিত্যিক মার্ক টোয়েনের একবার
নতুন
প্রকাশিত একটি
বইয়ের
কাটতি
(বিক্রি)
কেমন
চলছে
সেটা
জানার
জন্য
প্রকাশক বরাবর
চিঠি
লিখলেন। কিন্তু
মজার
বিষয়
হল
পুরো
একটা
সাদা
কাগজের
মাঝখানে তিনি
লিখলেন
শুধু
একটা
প্রশ্নবোধক চিহ্ন
'?'
তার প্রকাশকও কম
যাননা। বই
ভালই
বিক্রি
হচ্ছে
সেটা
বোঝাতে
তিনি
সেই
চিঠির
উত্তরে
লিখলেন
শুধু
একটা
বিশ্ময়
প্রকাশক চিহ্ন
'!'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন