Bangla Jokes No. 10109: গোপাল ভাঁড় ও ফকির


Gopal Var | Gopal Bhar | Bangla Jokes | Bangla Koutuk | Bangla Funny Jokes

গোপাল ভাঁড়ের তখন রমরমা অবস্থা দুই তলা বাড়ি বানিয়েছে, সাথে আরো অনেক সম্পত্তি  একদিন বিকালে গোপাল তার নতুন দোতলা বাড়ির ঝুলবারান্দায় বসে হাওয়া খাচ্ছিল  

এমন সময় এক লোক তার বাড়ির সামনে এসে বলল, 'দাদা গোপাল, একটু নিচে নেমে আমার কথা শুনবেন?' গোপাল ভাঁড় বলল, 'নিচে নামতে পারবনা তুমি বল আমি এখান থেকেই শুনতে পাব' লোকটি বলল, 'না দাদা, একটু নিচে নামেন নাহলে আমি কথাটা বলতে পারবনা

Funny emoji to better entertain the readers of this Bangla Joke
গোপাল ভাঁড় ভাবল হয়ত কোন গুরুত্বপূর্ণ কথা হবে তাই সে নিচে নামল কাছে গিয়ে লোকটিকে বলল, 'এবার বল কি বলতে চাও' তখন লোকটি বলল, 'দাদা, একটু সাহায্য করবেন; খুব অভাবে আছি

মনে মনে খুব রাগান্বিত হল কিন্তু মুখে কিছু বলল না লোকটিকে বলল, 'আমার সাথে চল' গোপাল তাকে সাথে নিয়ে সিড়ি দিয়ে দ্বোতলায় ওঠে ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়াল তারপর লোকটাকে বলল, 'তোমাকে সাহায্য করতে পারবনা মাফ কর

এতে লোকটা খুব দুঃখ পেল   সে বলল, 'দাদা আমাকে নিচে থাকতেই কেন বললেননা যে সাহায্য করতে পারবনা?' তখন গোপাল বলল, 'তুমিও তো নিচ থেকেই সাহায্য চাইতে পারতে তুমি যেমন আমাকে দোতলা থেকে নিচে নামিয়েছ, তেমন আমিও তোমাকে দোতলায় ওঠিয়ে না করলাম  বুঝেছ? এবার মানে মানে কেটে পর


৪টি মন্তব্য:


  1. Thank you for such a sweet tutorial - all this time later, I've found it and love the end result. I appreciate the time you spent sharing your skills.
    Campening School

    উত্তরমুছুন

  2. Very enjoyable to visit this blog and find something exciting and amazing.
    World Archery

    উত্তরমুছুন

  3. NICE for giving a chance to share ideas for your comuty i really thanks for that great post.
    Kayak Fishing

    উত্তরমুছুন
  4. "I appreciate the time you spent sharing your skills. All this time later, I've found it love the end result. ""Thank you for such a sweet tutorial - outdoor activitie camping habits outdoor activitie
    "

    উত্তরমুছুন