Bangla Jokes No. 10111: দানের হাতই লম্বা হাত
একবার হযরত মুহাম্মদ (সাঃ)
বললেন,
'যাদের
হাত
লম্বা
শুধু
তারাই
বেহেস্তে যাবে।' তখন
উপস্থিত সাহাবীগন একে
অপরের
হাত
মাপতে
শুরু
করলেন। এটা
দেখে
হযরত
মুহাম্মদ (সাঃ)
বললেন,
'আমি
লম্ব
হাত
বলতে
দানের
হাতকে
বুঝিয়েছি। মানে যে
যত
বেশি
দান
করবে
সে
তত
দ্রুত
বেহেস্তে যাবে।'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন