Bangla Jokes No. 10197: দশম চুটকি সংগ্রহ

চুটকি নং-৪৮
পল্টুঃ প্লেন কিভাবে এত জোড়ে আকাশে উড়ে রে?
বল্টুঃ তোমার পিছন দিকে যদি আগুন লাগিয়ে দেয়া হয় তাহলে তুমি এর চাইতেও জোড়ে ছুটবে।

চুটকি নং-৪৯
বল্টু হজ্জ করে দেশে ফিরলে তাকে একজন প্রশ্ন করলঃ সৌদি আরবের লোকজন কিভাবে কথা বলে?
বল্টুঃ সৌদির লোকজন সব আরবিতেই বলে শুধু সালাম, আযান, আর আলহামদো সুরাটা বাংলায় বলে। 

This funny emoji is used to enhance the amusement of these quick Bangla Jokes.
চুটকি নং-৫০
বল্টু এবার ইংল্যান্ড থেকে ফিরে আসলে তাকে একজন প্রশ্ন করলঃ ইংল্যান্ড কি খুব উন্নত দেশ, ভাই।
বল্টুঃ ইংল্যান্ড আসলেই অনেক উন্নত দেশ।  ঐখানকার ছোট ছোট বাচ্চারাও ইংরেজিতে কথা বলে......। 


চুটকি নং-৫১
বল্টু একবার স্ত্রীর উপর অভিমান করে আত্মহত্যা করতে চলেছে।  সাথে টিফিন ক্যারিয়ারে খাবার।  পথে পল্টুর সাথে দেখা।  পল্টুঃ কোথায় যাও?
বল্টুঃ ট্রেনের নিচে পরে আত্মহত্যা করতে যাচ্ছি। 
পল্টুঃ তো হাতে টিফিন ক্যারিয়ার কেন?
বল্টুঃ ট্রেন আসতে দেরি করলে কি তুমি খেতে দিবে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন