Bangla Jokes No. 10225: মদখোরের মায়া-মমতা

এক লোক বারে (মদের দোকানে) গেলেন মদ খেতে। টেবিলে বসেই ওয়েটারকে বললেন, "আমাকে তিনটি আলাদা আলাদা গ্লাসে মদ সার্ভ করেন।" প্রথম বার খাওয়া শেষে আবার একইভাবে মদ সার্ভ করতে বললেন। প্রথম দিন ওয়েটার ব্যাপারটা মেনে নিলেও পরের দিন অপারগতা প্রকাশ করল। এতে ছোট-খাটো একটা ঝামেলা বেঁধে গেল। তখন বারের মালিক তাদের কাউন্টারে ডেকে সমস্ত ব্যাপার জানতে চাইলেন। 

ওয়েটার বলল, "স্যার, এই ভদ্রলোক একা মদ খেতে আসেন অথচ তিনটি আলাদা আলাদা গ্লাসে মদ সার্ভ করতে বলেন। প্রতি বার তিন তিনটা আলাদা গ্লাসে মদ সার্ভ করতে গিয়ে এক পাইন্ট মদ উবে যায়। এতে কোম্পানীর লস হয়।"

তারপর সেই ভদ্রলোককে জিজ্ঞেস করলেন, "ভাই, আপনি কেন এভাবে মদ খান?"

তখন ভদ্রলোক উত্তর দিলেন, "আমরা তিন ভাই। আমরা শেষ বার যখন মিলিত হই তখন তিন ভাই তিনটি গ্লাসে মদ নিয়ে প্রতিজ্ঞা করি, যে যেখানেই থাকি না কেন প্রত্যেকেই তিনটি গ্লাসে মদ নিয়ে একেক বার একে গ্লেসে চুমুক দিয়ে অন্য দুইজনকে স্মরণ করবো।"

বারের মালিক এতে খুশি হয়ে ঘোষণা দিলেন, "ভাই, আপনাদের ভাইয়ে ভাইয়ে এমন ভালোবাসা দেখে খুব খুশি হলাম।" তারপর বারের সব ওয়েটারকে ডেকে বলে দিলেন, "এই ভদ্রলোক যখন মদ খেতে আসবে তখন তাকে এভাবে তিনটি গ্লাসে মদ সার্ভ করবা। এতে আমার একটু লস হলেও আমি কিছু মনে করবো না।"

লোকটা সেই মদের দোকানে এভাবে দীর্ঘ দিন মদ খেলো কোন ঝামেলা ছাড়াই। হঠাৎ একদিন লোকটা দুইটি গ্লাসে সার্ভ করতে বলল। এতে ওয়েটার কিছুটা আশ্চর্য হলেও কিছু বলল না। কিন্তু খবরটা গোটা বারে মুহুর্তেই ছড়িয়ে পরল। মদ খাওয়া শেষে যখন কাউন্টারে বিল পরিশোধ করতে গেল তখন বারের মালিক বলল, "ভাই, আপনাকে কী বলে শান্তনা দেবো ভাষা খুঁজে পাচ্ছি না। আপনাদের ভাইয়ে ভাইয়ে এমন ভালোবাসা চীরজীবী হয়ে থাকুক। আপনার ভাইয়ের আত্মা শান্তিতে থাকুক এই প্রার্থনা করি।"

এবার ভদ্রলোক বললেন, "ভাই, আসলে আপনারা যা ভাবছেন ব্যাপারটা সেরকম নয়। আমার কোন ভাই মরেনি। আসলে আমি নিজেই মদ খাওয়া ছেড়ে দিয়েছি। শুধু অন্য দুই ভাইকে স্মরণ করছি।"

২টি মন্তব্য: