Bangla Jokes No. 10102: সিংহভাগ কাকে বলে?

খুব বেশি পরিমাণ বোঝাতে আমরা প্রায়ই সিংহভাগ শব্দটি ব্যবহার করি। কিন্তু এই সিংহভাগ শব্দটি কিভাবে আসলো? এই নিয়ে মজার একটি কৌতুক আছে। চলুন সেই কৌতুকটি পড়ি।

একবার এক বনে খুব খরা দেখা দিল এতে খাবারের অভাবে তৃণভোজী প্রাণীরা দলে দলে বন ছেড়ে পালাতে লাগল ফলে শিকারী প্রাণীদেরও শিকারের অভাবে না খেয়ে মরার দশা

এমন অবস্থায় বনের রাজা সিংহ, শিয়াল পন্ডিত আর চিল ঠিক করল তারা তিনজন মিলেমিশে শিকার করবে তাহলে তাদের কারোরই খাবার অভাব হবেনা তারা পরিকল্পনা করল: চিল আকাশে ওড়ে ওড়ে খুঁজে বের করবে কোথায় শিকার আছে আর শিয়াল পন্ডিত সিংহকে সেই শিকারের কাছে পথ দেখিয়ে নিয়ে যাবে যেন সিংহ সহজে শিকারটি ধরতে পারে

Bangla Jokes | Bangla Koutuk | Bangla Funny Jokes | BD Jokes | Jokes Bangla

Funny emoji to better entertain the readers of this Bangla Joke
এভাবে সেদিনই তারা একটা হরিণ শিকার করল এবার ভাগাভাগির পালা সিংহরাজ প্রথমে চিলকে জিজ্ঞেস করল, "তুই বল কিভাবে এই হরিনটাকে তিন জনের মধে ভাগ করা যায়" চিল বলল, "আমরা তিনজন মিলেই যখন শিকার করেছি তখন সমান তিনভাগে ভাগ করা হোক" এই কথা শুনে সিংহ রাগে গর্জন করে চিলকে মারল এক থাবা চিল সঙ্গে সঙ্গে পটল তুলল এদিকে শিয়ালের ভয়ে মরে যাবার দশা

তারপর শিয়ালকে বলল, "এবার তুই বল কিভাবে এই হরিনটাকে ভাগ করা যায়" শিয়াল শুকনো গলায় আমতা আমতা করে বলল, "সেকি মহারাজ, এখানে এত ভাগাভাগিরর কী আছে? আপনি হচ্ছেন বনের রাজা এই সামান্য হরিণে কি আর আপনার পেট পুরবে? আপনি পুরোটাই খান; খাওয়ার পরে যে হাড্ডি, চামড়া, লেজ থাকবে সেগুলোই আমি খাব"

সিংহ তখন খুশিতে গদগদ হয়ে শিয়ালের প্রসংশা করে বলল, "তুই কত সুন্দর করে সমাধান করে দিলি দেখতো এই জন্যই তোকে সবাই শিয়াল পন্ডিত বলে

শিয়াল মনে মনে বলল, হ্যাঁ একেই বলে সিংহভাগ


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন