Bangla Jokes No. 10113: ল্যাকোনিয়ার রাজার চিঠির উত্তর

প্রাচীন গ্রীক সভ্যতার যুগে এশিয়া মাইনরে ল্যাকোনিয়া নামে এক রাজ্য ছিল  এখানকার মানুষ কথা কম বলত  আর তাদের রাজা তো আরো কম কথা বলতেন  তারা কথা বেশি বলতে না পারলেও যুদ্ধ খুব ভাল করতে পারত  ছোট রাজ্য হওয়া সত্বেও আশে পাশের সব রাজ্য তাদের সমীহ করে চলত  
Funny emoji to better entertain the readers of this Bangla Joke

একবার পরাক্রমশালী রোমান সম্রাট লক্ষ লক্ষ সৈন্য সামন্ত নিয়ে ল্যাকোনিয়া অবরোধ করল তারপর আত্মসমর্পন করার পরামর্শ দিয়ে ল্যাকোনিয়ার রাজার নিকট চিঠি পাঠালেন চিঠিতে তিনি লিখলেন, "ভাল ভালই আত্মসমর্পন কর যদি না কর, আর আমি যদি তোমার রাজ্য দখল করি তাহলে তোমার সমস্ত রাজ্য পুড়িয়ে ছাড়খাড় করে ফেলব

ল্যাকোনিয়ার রাজা ভয় তো দুরের কথা এতটুকু বিচলিত হলেন না তিনি সেই চিঠির উত্তর দিলেন এক কথায় পুরো সাদা একটা কাগজের মাঝখানে লিখলেন, "যদি" 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন