Bangla Jokes No. 10114: এবার হাড়িটা মরে গেছে


Nasiruddin Hojja Jokes | Bangla Jokes | Bangla Koutuk | Bangla Funny Jokes | BD Jokes | Jokes Bangla 

নাসিরুদ্দিন হোজ্জা একবার তার এক প্রতিবেশীর নিকট থেকে বড় একটা হাড়ি চেয়ে আনল তারপর যখন ফেরত দিতে গেল তখন সাথে আরেকটা ছোট হাড়িও দিল 

প্রতিবেশী বলল, 'কী ব্যাপার? আমি তো একটা হাড়িই দিয়েছিলাম এখন সাথে আরেকটা ছোট হাড়ি কেন?' 

তখন হোজ্জা বলল, 'আসলে আপনার কাছ থেকে নিয়ে যাওয়ার সময় হাড়িটা গাভিন ছিল আমার বাড়িতে যাওয়ার পর সেটা বাচ্চা দিয়েছে ছোট হাড়িটা আসলে বড় হাড়িটার বাচ্চা'
Funny emoji to more entertain the readers of this Bangla Joke

'তাই নাকি?' 

'জ্বি, তাই'

তার প্রতিবেশী ব্যাপারটা নিয়ে আর মাথা ঘামালো না কারণ সে মনে মনে ভাবল, 'ফাউ ফাউ যখন একটা জিনিষ পাওয়া যাচ্ছে তখন এত তর্ক করার কি আছে হে বাপু?'

অনেক দিন পর হোজ্জা সেই প্রতিবেশীর নিকট থেকে সেই বড় হাড়িটা আবার চেয়ে আনল এবার তার প্রতিবেশী খুশি মনে তাড়াতাড়ি হাড়িটা দিয়ে দিল- ভাবল যদি এবারও একটা বাচ্চা দেয়

যাই হোক, হোজ্জা হাড়িটা নিয়ে গেল কিন্তু আর ফেরত দেয়ার নাম কথা নেই তবুও তার প্রতিবেশী  ধৈর্য্য ধরল ভাবল যদি আবারও একটা ফাউ ফাউ হাড়ির বাচ্চা পাওয়া যায় কিন্তু হোজ্জার কোন দেখাই নেই

শেষে লোকটা হোজ্জার বাড়ি গেল আর হাড়িটা ফেরত চাইল হোজ্জা তখন বলল, 'ভাই, আপনার হাড়িটা মরে গেছে'
'কী? হাড়ি কি কখনও মরে নাকি?' তার প্রতিবেশী গর্জে ওঠল

হোজ্জা বলল, 'ভাই আপনার হাড়িটা আসলে এবারও গাভিন ছিল কিন্তু বাচ্চা দিতে গিয়ে মরে গেছে'
'আমি বিশ্বাস করিনা!'  প্রতিবেশী আবারও গর্জে ওঠল

তখন হোজ্জা বলল, 'যখন বাচ্চা সহ হাড়িটা ফেরত দিয়েছিলাম তখন তো আপনি ঠিকই বিশ্বাস করেছিলেন তাহলে এখন কেন করছেন না? একটা হাড়ি যদি বাচ্চা দিতে পারে তাহলে মরতেও পারে'

তার প্রতিবেশী আর কোন কথা বলতে পারলনা মনে মনে পস্তাতে লাগল কেন যে সে তখন হাড়ির বাচ্চা হওয়ার বিষয়টা বিশ্বাস করেছিল