Bangla Jokes | Bangla Koutuk | Bangla Funny Jokes | BD Jokes | Jokes Bangla | Buddhist Jokes
গৌতম বুদ্ধ একদিন গঙ্গা নদীর তীর ধরে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় দেখেন তার এক অতি পন্ডিত অনুসারী বট বৃক্ষের নীচে বসে নদীর অপর পারে মুখ করে ধ্যান করছে।গৌতম বুদ্ধ তাকে জিজ্ঞাসা করলেন, "কি ব্যাপার তুমি নদীর এপারে বসে ওপার পানে চেয়ে কেন ধ্যান করছো?"
তখন তাঁর সেই অনুসারী বলল, যে সে এতই উঁচু মানের বোধিলাভের চেষ্টা করছে যে, কোন জিনিষ বা কোন মানুষের সাহায্য ছাড়াই যেন সে নদী পার হতে পারে। সোজা কথায় সে নৌকা ও মাঝির সাহায্য নিতে চাই না। বরং সাঁতার না কেটে দৈবশক্তিতে নদী পার হওয়ার চেষ্টা করছে।
তখন বুদ্ধ তাকে কয়েকটি তাম্র মুদ্রা দিয়ে বললেন, "শোন, এই মুদ্রা কটা ঐ মাঝিকে দিয়ে নৌকা দিয়ে নদী পার হয়ে যাও। এটাই বরং অনেক সহজ পদ্ধতি।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন