একজন ব্যক্তি বৌদ্ধমঠে ফোন করে
এক সন্ন্যাসীকে জিজ্ঞেস করল, "আপনি কি আমার
নতুন বাড়িতে এসে একটু আশীর্বাদ
দিয়ে যাবেন?"
সন্ন্যাসী উত্তর দিল "দুঃখিত,
আমি ব্যস্ত।"
ঐ ব্যক্তি তখন বলল, "তুমি
কী করছো? আমি কি
সাহায্য করতে পারি?"
"আমি কিছুই করছি না।" সন্ন্যাসী উত্তর। "কিছু না
করা সন্ন্যাসীদের একটি প্রধান কাজ
এবং আপনি আমার কোন
সাহাযেই আসতে পারেন না।"
অগত্যা লোকটি ফোন রেখে
দিল। পরের
দিন লোকটি আবার ফোন
করল, "আপনি কি আমার
বাড়ীতে আশীর্বাদের জন্য একটু আসতে
পারেন?"
"দুঃখিত,"
সন্ন্যাসী বলেন, "আমি ব্যস্ত।"
ঐ ব্যক্তি গতকালের
মত আজও জিজ্ঞাসা করল
"তুমি কি করছো?"
"আমি কিছুই করছিনা," সন্ন্যাসী
উত্তর দিলেন।
তখন লোকটি বললো, "কিন্তু তুমি তো
গতকালও একই কাজ করছিলে!"
"ঠিক ধরেছ", সন্ন্যাসী উত্তর দিলেন, "আমি
এখনও সেই কাজ শেষ
করতে পারিনি!"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন