অপারেশন থিয়েটারে নারী রোগীর বয়স জানতে চাইলেন ডাক্তার!
নারীঃ আমার বয়স ২৮ বছর।
ডাক্তারঃ ডাক্তারের কাছে বয়স লুকাতে নেই।
নারীঃ ৩২ বছর।
ডাক্তারঃ এনেসথেশিয়ার জন্য প্রকৃত বয়স জানাটা জরুরী। নাহলে সমস্যা হতে পারে আপনার।
নারীঃ ৩৭ বছর সর্বচ্চো।
ডাক্তারঃ বয়সের তুলনায় ওষুধের মাত্রা কম হলে অপারেশনের সময় আপনি ব্যাথঅ পেতে পারেন; আর বেশি হলে কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে।
নারীঃ ৪২ বছরের বেশি না!
ডাক্তারঃ আরেকবার ভেবে দেখুন।
নারীঃ (চিৎকার দিয়ে) খোদার কসম, আমার বয়স ৪৮ বছর। মইরা গেলে যামু। কিন্তু আর একদিনও বয়স বাড়াইতে পারবো না!
নারীঃ আমার বয়স ২৮ বছর।
ডাক্তারঃ ডাক্তারের কাছে বয়স লুকাতে নেই।
নারীঃ ৩২ বছর।
ডাক্তারঃ এনেসথেশিয়ার জন্য প্রকৃত বয়স জানাটা জরুরী। নাহলে সমস্যা হতে পারে আপনার।

নারীঃ ৪২ বছরের বেশি না!
ডাক্তারঃ আরেকবার ভেবে দেখুন।
নারীঃ (চিৎকার দিয়ে) খোদার কসম, আমার বয়স ৪৮ বছর। মইরা গেলে যামু। কিন্তু আর একদিনও বয়স বাড়াইতে পারবো না!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন