১৫ মে, ২০১৮ তারিখে অনুষ্ঠিত খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনে একজন বয়স্ক ব্যক্তি ভোট দিতে এসেছেন।
পোলিং অফিসার বললেন, 'দাদু আপনার ভোট তো দেয়া হয়ে গেছে। '
বয়স্ক ব্যক্তি আশ্চর্য হয়ে সন্দেহ ব্যক্ত করলে পোলিং অফিসার আবার বললেন, 'বয়স হয়েছে তো তাই মনে রাখতে পারেন না। '
বয়স্ক ব্যক্তি মেনে নেয়ার ভঙ্গিতে মাথা নেরে বললেন, 'হুঁ, তা ঠিক। কিন্তু একটু দেখবেন যে আমার স্ত্রী ভোট দিয়ে গেছেন কিনা? আমার স্ত্রীর নাম কুলসুম বেগম। '
পোলিং এজেন্ট ভোটার লিস্ট দেখে বলল, 'জ্বি, দাদু, দাদীও ভোট দিয়ে গেছেন। '
বৃদ্ধ তখন হাউমাউ করে কেঁদে উঠে বললেন, 'ওগো, এতদিন ধরে একসাথে ঘর-সংসার করলাম আর এই তার প্রতিদান? পরপার থেকে তুমি ভোট কেন্দ্রে ভোট দিতে আসতে পার আর আমার বাড়িতে আসতে পার না? আমার চাইতে তোমার ভোটকেই বেশি ভালবাস?'
এই ঐতিহাসিক কৌতুকটির উৎসঃ ১৬ মে, দৈনিক প্রথম আলো
পোলিং অফিসার বললেন, 'দাদু আপনার ভোট তো দেয়া হয়ে গেছে। '
বয়স্ক ব্যক্তি আশ্চর্য হয়ে সন্দেহ ব্যক্ত করলে পোলিং অফিসার আবার বললেন, 'বয়স হয়েছে তো তাই মনে রাখতে পারেন না। '
বয়স্ক ব্যক্তি মেনে নেয়ার ভঙ্গিতে মাথা নেরে বললেন, 'হুঁ, তা ঠিক। কিন্তু একটু দেখবেন যে আমার স্ত্রী ভোট দিয়ে গেছেন কিনা? আমার স্ত্রীর নাম কুলসুম বেগম। '
পোলিং এজেন্ট ভোটার লিস্ট দেখে বলল, 'জ্বি, দাদু, দাদীও ভোট দিয়ে গেছেন। '
বৃদ্ধ তখন হাউমাউ করে কেঁদে উঠে বললেন, 'ওগো, এতদিন ধরে একসাথে ঘর-সংসার করলাম আর এই তার প্রতিদান? পরপার থেকে তুমি ভোট কেন্দ্রে ভোট দিতে আসতে পার আর আমার বাড়িতে আসতে পার না? আমার চাইতে তোমার ভোটকেই বেশি ভালবাস?'
এই ঐতিহাসিক কৌতুকটির উৎসঃ ১৬ মে, দৈনিক প্রথম আলো
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন