ক্যালভিন কুলিজ (১৮৭২-১৯৩৩) মার্কিন যুক্তরাষ্ট্রের ৩০তম রাষ্ট্রপতি (১৯২৩-১৯২৯) ছিলেন। তিনি বক্তা হিসাবে খুবই দক্ষ ও মোটিভেশনাল হলেও ব্যক্তিগত জীবনে খুবই কম কথা বলতেন। কখনও একাধারে দুটির বেশি তিনটি শব্দ উচ্চারণ করতেন না। তার এই বৈশিষ্ট্যের কারণে তাকে "Silent Cal" মানে "নিরব ক্যাল" উপাধি দেয়া হয়েছিল।
কোন এক রাষ্ট্রীয় ভোজে এক রূপসি-স্মার্ট যুবতি সাংবাদিক তার পাশেই খেতে বসলেন। খাওয়ার এক পর্যায়ে বললেন, "আজকে আমার সম্পাদকের সাথে বাজি ধরেছি আমি আপনার মুখ থেকে দুটির বেশি শব্দ বাহির করতে পারবো। আর আমার দৃঢ় বিশ্বাস আমি এই বাজিতে জিতবো।"
তখন ক্যালভিন কুলিজ দুই শব্দে উত্তর দিলেন, "তুমিই হারলে। "
কোন এক রাষ্ট্রীয় ভোজে এক রূপসি-স্মার্ট যুবতি সাংবাদিক তার পাশেই খেতে বসলেন। খাওয়ার এক পর্যায়ে বললেন, "আজকে আমার সম্পাদকের সাথে বাজি ধরেছি আমি আপনার মুখ থেকে দুটির বেশি শব্দ বাহির করতে পারবো। আর আমার দৃঢ় বিশ্বাস আমি এই বাজিতে জিতবো।"
তখন ক্যালভিন কুলিজ দুই শব্দে উত্তর দিলেন, "তুমিই হারলে। "
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন