Bangla Jokes No. 10193: রাজা অক্কা পেলেন

এক অত্যাচারী রাজা চিন্তা করছেন, আমার ভয়ে সারা দেশের মানুষ ভীত, শুধু আমার বউ ছাড়া। ওকে শায়েস্তা করা দরকার।

This funny emoji is used to better entertain the readers of this Bangla Joke.
অবশেষে তিনি একটা গোপণ সভার আয়োজন করলেন। মন্ত্রীসহ  রাজার কিছু নিজস্ব লোক সভায় উপস্থিত হলেন।  জানা গেল, শুধু রাজা নন, প্রত্যেকেই তাদের বউকে ভয় পান এবং তাদের শায়েস্তা করতে চান।

সভা কিছুক্ষণ গড়ানোর পর হঠাৎ একজন পেয়াদা এসে খবর দিল, তাদের বউরা কোনভাবে এই গোপন সভার কথা জেনে গেছেন এবং তারা ঝাঁটা হাতে এই দিকেই আসছেন। 

আর যায় কোথায়।  মুহুর্তেই সভা খালি।  যে যেদিকে পারলেন পালিয়ে গেলেন, শুধু রাজা ছাড়া। 

পেয়াদা রাজাকে ডাকতে লাগল আর বলতে লাগল, 'হুজুর, তাড়াতাড়ি পালান।  রানিমা এই দিকেই আসছেন। '

কিন্তু রাজার নড়ার কোনও লক্ষণ দেখা গেল না।   অবশেষে পেয়াদাটি বুঝতে পারল বউয়ের ভয়েই রাজার মৃত্যু হয়েছে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন