Bangla Jokes No. 10192: জাহান্নাম যাচ্ছি

(১)
স্বামীঃ দুবাই যাচ্ছি। তোমার জন্য কিছু আনবো?
স্ত্রীঃ আমার জন্য স্বর্ণের অলংকার নিয়ে এসো।

স্বামীঃ আমেরিকা যাচ্ছি।
স্ত্রীঃ আমার জন্য মেকাপ বক্স নিয়ে এসো।
This funny emoji is used to more entertain the readers of this Bangla Joke.

স্বামীঃ ফ্রান্স যাচ্ছি।
স্ত্রীঃ আমার জন্য পারফিউম নিয়ে এসো।

স্বামীঃ এবার জাহান্নাম যাচ্ছি। তোমার জন্য কিছু আনবো?
স্ত্রীঃ আমার জন্য চিন্তা করো না। নিজের প্রতি খেয়াল রেখো।

(২)
বউয়ের সাথে কথা কাটাকাটি হলো! বউ ঝগড়া শুরু করলো আমিও ঝগড়া করলাম। বউ চিৎকার করলো, আমিও ধমক দিলাম। কিন্তু তারপর বউ কেঁদে উঠলো, দুই চোখ বেয়ে বৃষ্টির মত পানি ঝড়তে লাগলো। ফলাফল আমার বউ “ডাকওয়ার্থ লুইস” পদ্ধতিতে মামলা জিতে গেলো!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন