গোপাল ভাঁড়ের এক প্রতিবেশী একদিন গোপাল ভাঁড়কে এসে বলল, গোপাল, জানো? আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে খুব ভাল একটা ছেলের সাথে। ছেলেটার নাম কুবের; বাড়ি কৃষ্ণনগর। খাস বামনের ছেলে। তুমি কি চেনো?
গোপালঃ চিনি মানে? আমি একবার কৃষ্ণনগর গিয়ে তাদের বাড়িতে সাত দিন ছিলাম।
প্রতিবেশীঃ তাহলে তো তুমি ছেলেটি সম্পর্কে খুব ভাল বলতে পারবে, তাই না? এমন ভাল ছেলের প্রসংশা না করে পারা যায় না।
গোপালঃ হ্যাঁ, খুব ভাল ছেলে। এক্কেবারে খাস বামনের ছেলে। শিক্ষিত, ভদ্র, নম্র, বুদ্ধিমান ছেলে। এক্কেবারে কলিজার টুকরা ছেলে। কিন্তু মাঝে মাঝে একটু আধটু পিঁয়াজ খায়। এই আরকি।
প্রতিবেশীঃ কি বলো গোপাল? ছিঃ ছিঃ পিঁয়াজ খাওয়ার মত এত জঘন্য পাপ কি কোন বামনের ছেলে করতে পারে?
গোপালঃ না মানে শিক্ষিত ছেলে তো; মাঝে মাঝে একটু আধটু গো-মাংস খায়। আর গো-মাংস খেলে তো সাথে পিঁয়াজ খেতেই হবে!
প্রতিবেশীঃ সেকি? বামনের ছেলে আবার গো-মাংস খায়? মরি মরি, কি জ্বালা!
গোপালঃ না মানে ছেলে ভদ্র কিন্তু মাঝে মাঝে আবার একটু আধটু মদটদ গেলে তখন সাথে দুএক টুকরো গো-মাংস খায়। এই আরকি।
প্রতিবেশীঃ কি? বামনের ছেলে আবার মদও খায়?
গোপালঃ আরে হতাশ হইয়ো না বন্ধু। ছেলে খুব ভাল - উচ্চ বামন বংশের ছেলে। কিন্তু শিক্ষিত ছেলে তো তাই মাঝে মাঝে যখন বন্ধু-বান্ধবীদের নিয়ে একটু পার্টি দেয় তখন একটু মদ গেলে। এই আরকি।
প্রতিবেশীঃ কেউ আমারে মাইরালা; কাইট্টালা। আমি বেহুঁশ হয়ে যাব।
গোপালঃ চিনি মানে? আমি একবার কৃষ্ণনগর গিয়ে তাদের বাড়িতে সাত দিন ছিলাম।
প্রতিবেশীঃ তাহলে তো তুমি ছেলেটি সম্পর্কে খুব ভাল বলতে পারবে, তাই না? এমন ভাল ছেলের প্রসংশা না করে পারা যায় না।

প্রতিবেশীঃ কি বলো গোপাল? ছিঃ ছিঃ পিঁয়াজ খাওয়ার মত এত জঘন্য পাপ কি কোন বামনের ছেলে করতে পারে?
গোপালঃ না মানে শিক্ষিত ছেলে তো; মাঝে মাঝে একটু আধটু গো-মাংস খায়। আর গো-মাংস খেলে তো সাথে পিঁয়াজ খেতেই হবে!
প্রতিবেশীঃ সেকি? বামনের ছেলে আবার গো-মাংস খায়? মরি মরি, কি জ্বালা!
গোপালঃ না মানে ছেলে ভদ্র কিন্তু মাঝে মাঝে আবার একটু আধটু মদটদ গেলে তখন সাথে দুএক টুকরো গো-মাংস খায়। এই আরকি।
প্রতিবেশীঃ কি? বামনের ছেলে আবার মদও খায়?
গোপালঃ আরে হতাশ হইয়ো না বন্ধু। ছেলে খুব ভাল - উচ্চ বামন বংশের ছেলে। কিন্তু শিক্ষিত ছেলে তো তাই মাঝে মাঝে যখন বন্ধু-বান্ধবীদের নিয়ে একটু পার্টি দেয় তখন একটু মদ গেলে। এই আরকি।
প্রতিবেশীঃ কেউ আমারে মাইরালা; কাইট্টালা। আমি বেহুঁশ হয়ে যাব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন