Bangla Jokes No. 10207: হাসু আর কাসুর ভ্রমণ বৃত্তান্ত

(১)
হাসু আর কাসু জীবনে প্রথম বিমানে উঠেছে।

বিমান যখন বঙ্গোপসাগরের উপর তখন হঠাৎ পাইলট ঘোষণা করল "আমাদের বিমানের একটি ইঞ্জিন বিকল হয়েছে। আপনারা শান্ত থাকুন। আরও ৩টি ইঞ্জিন রয়েছে এবং আমাদের গন্তব্যে পৌঁছাতে কোন সমস্যা হবে না। "

১০ মিনিট পরে পাইলট আবার ঘোষণা করলেন যে "দ্বিতীয় এবং তৃতীয় ইঞ্জিনও  বিকল হয়েছে। তবে আরও একটি ইঞ্জিন রয়েছে এবং আমরা গন্তব্যে যেতে পারবো। "

আরো ১০ মিনিট পরে পাইলট আবার ঘোষণা করলেন "চার নম্বর ইঞ্জিনও বিকল হয়ে গেছে !!"

তখন হাসু, কাসুকে বলল, "কী মজা! কী মজা! সব ইঞ্জিন বিকল হয়ে গেছে। মানে আমাদের বিমান কখনোই ল্যান্ড করবেনা আর আমরা আকাশে উড়তেই থাকব, তাই না!" হাঃ হাঃ হাঃ

Funny Emoji for Bangla Jokes, koutuk, কৌতুক
(২)
হাসু আমেরিকা গিয়ে একটি গাড়ী ভাড়া করে ঘুরতে বের হলো। এক যাত্রায় পুরো আমেরিকা দেখার জন্য সে নিউ ইয়োর্ক থেকে লস এঞ্জেলেস রওনা হলো।

গাড়ি চালাতে চালাতে সে রেডিওটা অন করলো। তখন রেডিওতে ঘোষণা করা হচ্ছে, "নিইউ ওয়োর্ক থেকে এক পাগল গাড়ি নিয়ে মহাসড়কে উঠে পড়েছে। সে রঙ সাইডে মানে রাস্তার বাম দিক দিয়ে গাড়ি চালাচ্ছে।  সে খুব দ্রুত এক্সিডেন্ট করবে। "

হাসু বলে উঠল, ‌'আরে, একটা নয়; শত শত পাগল রাস্তায় গাড়ি চালাচ্ছে। তারা সবাই রঙ সাইডে মানে রাস্তার ডান দিক দিয়ে গাড়ি চালাচ্ছে।'

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন