Bangla Jokes No. 10214: আনগো বাড়ি নোয়াখালি

কথায় আছে ৭০ হাত পানির নিচেও নোয়াখালির লোক পাওয়া যাবে।

ভয়ঙ্কর জাহাজডুবি হয়েছে।  বিশাল জাহাজে কয়েক হাজার মানুষ ছিল।  অনেকেই উঠে আসতে পারেনি।

জাহাজটা তখন ৭০ হাত পানির নিচে।  ডুবুরি নেমেছে তাদের উদ্ধার করতে জীবীত অথবা মৃত।
Funny Emoji for Bangla Jokes

ডুবুরিরা ডুবে যাওয়া জাহাজে গিয়ে দেখতে পেল দুজন লোক তখনও বয়লারে কয়লা ঢেলেই যাচ্ছে। 

ডুবুরিরা আশ্চর্য্য হয়ে জিজ্ঞেস করল: ভাই, আপনারা এখানে এখনও কয়লা ঢেলেই যাচ্ছেন?

তারা উত্তর দিলঃ আঁই অন কি কইত্তাম? বয়লারে কয়লা ঢালাই আনগো কাম।  আঁই তো হেতিই কইচ্ছি।

ডুবুরিরা আশ্চর্য্য হয়ে বোবা হয়ে গেল।  কিছুক্ষন পর জিজ্ঞেস করল: ভাই, আপনারা কি জানেন এই জাহাজটা অনেকক্ষন আগে ডুবে গেছে? এখন এটা ৭০ হাত পানির নিচে?

এবার তাদের ভাবলেশহীন উত্তরঃ আঁই অন কি কইত্তাম? আনগো কাম আঁই কইচ্ছি।

বয়লারে কয়লা ঢালা কিন্তু চলছেই।

শেষে ডুবুরিরা একটাই প্রশ্ন করতে পারলোঃ ভাই, আপনাদের বাড়ি কোথায়?

তাদের উত্তরঃ আনগো বাড়ি নোয়াখালি।