জনৈক জনপ্রিয় নেতা ভোটের আগে হেলিকপ্টারে করে গেলেন এক অজ পাড়াগাঁয়ে। যথারীতি তাকে ঘিরে প্রচুর গ্রামবাসী।
নেতা আত্মবিশ্বাসী ভঙ্গিতে বললেন, বলো তোমাদের কী কী সমস্যা আছে?
গ্রামবাসীঃ আমাদের সমস্যা দুটি।
নেতাঃ আমি তো সেগুলো সমাধান করার জন্যই এখানে এসেছি। বলে ফেল।
গ্রামবাসীঃ আমাদের গ্রামে একটাও ডাক্তার নেই। আসেও না।
নেতা আইফোন বের করে কানে লাগিয়ে কারো সাথে কথা বললেন। সব কথা শোনা না গেলেও একটা কথা খুব স্পষ্ট শোনা গেলো - "আমি কোনো কথা শুনতে চাই না; কাল থেকেই চাই।"
ফোন রেখে নেতা বললেন -
ডাক্তারের সমস্যা সমাধান হয়ে গেলো। এবার দ্বিতীয় সমস্যা বলো।
গ্রামবাসীঃ আমাদের গ্রামে কোন মোবাইল নেটওয়ার্ক নেই!

গ্রামবাসীঃ আমাদের সমস্যা দুটি।
নেতাঃ আমি তো সেগুলো সমাধান করার জন্যই এখানে এসেছি। বলে ফেল।
গ্রামবাসীঃ আমাদের গ্রামে একটাও ডাক্তার নেই। আসেও না।
নেতা আইফোন বের করে কানে লাগিয়ে কারো সাথে কথা বললেন। সব কথা শোনা না গেলেও একটা কথা খুব স্পষ্ট শোনা গেলো - "আমি কোনো কথা শুনতে চাই না; কাল থেকেই চাই।"
ফোন রেখে নেতা বললেন -
ডাক্তারের সমস্যা সমাধান হয়ে গেলো। এবার দ্বিতীয় সমস্যা বলো।
গ্রামবাসীঃ আমাদের গ্রামে কোন মোবাইল নেটওয়ার্ক নেই!