এক খ্রিস্টান পাদ্রি সমুদ্রপথে ভ্রমণের সময় জাহাজ থেকে পড়ে গেলেন। তিনি সাঁতার জানতেন না। হাবুডুবু খেতে খেতে সে বাঁচার জন্য ঈশ্বরের নিকট সাহায্য চাইতে লাগলেন।
পাশ দিয়ে একটা নৌকা যাওয়ার সময় একজন চিৎকার করে বললেন, "আপনার কি সাহায্য দরকার, স্যার?" পাদ্রি শান্তভাবে বললেন, "না, ঈশ্বর আমাকে রক্ষা করবেন।"
একটু পরে, একটি মাছ ধরা নৌকা আসলো এবং একজন জেলে জিজ্ঞাসা করল, "স্যার, আপনার কি সাহায্য দরকার?" পাদ্রি আবার জবাব দিলেন, "না, আমার কোন মানুষের সাহায্য দরকার নেই। ঈশ্বর আমাকে বাঁচাবেন।"
অবশেষে পাদ্রি ডুবে মারা গেলেন এবং স্বর্গে পৌছালেন। ধর্মপ্রচারক ঈশ্বরকে হতাশ কন্ঠে জিজ্ঞাসা করলেন, "আপনি আমাকে কেন বাঁচালেন না?"
ঈশ্বর বিরক্ত হয়ে উত্তর দিলেন, "আরে বোকা, আমি তোমাকে বাঁচানোর জন্য দুই-দুইটা নৌকা পাঠিয়েছিলাম!"

একটু পরে, একটি মাছ ধরা নৌকা আসলো এবং একজন জেলে জিজ্ঞাসা করল, "স্যার, আপনার কি সাহায্য দরকার?" পাদ্রি আবার জবাব দিলেন, "না, আমার কোন মানুষের সাহায্য দরকার নেই। ঈশ্বর আমাকে বাঁচাবেন।"
অবশেষে পাদ্রি ডুবে মারা গেলেন এবং স্বর্গে পৌছালেন। ধর্মপ্রচারক ঈশ্বরকে হতাশ কন্ঠে জিজ্ঞাসা করলেন, "আপনি আমাকে কেন বাঁচালেন না?"
ঈশ্বর বিরক্ত হয়ে উত্তর দিলেন, "আরে বোকা, আমি তোমাকে বাঁচানোর জন্য দুই-দুইটা নৌকা পাঠিয়েছিলাম!"