(১)
স্তালিন পাইপে জোরে
একটা টান দিয়ে একরাশ ধোঁয়া ছেড়ে পাল্টা প্রশ্ন করলেন, "পোপের ক' ডিভিশন সৈন্য
আছে?"
(২)

হিটলার সরাসরি প্রশ্নের
জবাব না দিয়ে বললেন, "আমার সাথে আসেন। দেখাচ্ছি।"
তারপর সিড়ি ভেঙ্গে
একটি চারতলা ভবনের ছাদে নিয়ে গেলেন সব সাংবাদিককে।
সেই ছাদের উপর এক
দল সৈন্য পাহারা দিচ্ছিল সম্ভাব্য আকাশ পথে আসা আক্রমণ ঠেকানোর জন্য।
হিটলার ছাদে গিয়েই
কমান্ড দিলেন, "এটেনশন!"
কমান্ড করা মাত্র
সব সৈন্য লাইনে দাঁড়িয়ে গেল।
এরপর কমান্ড করলেন,
"মার্চ অন!"
এরপর যা ঘটল তা দেখার
জন্য সাংবাদিকরা মোটেই প্রস্তুত ছিলেন না। ছাদে কোন রেলিং নেই। ছাদের কিনারায় চলে যাচ্ছে
তারপরও কেউ থামছে না। এরপর সামনের থেকে একেক সাড়ি সৈন্য ভবনের ছাদ থেকে নিচে পরে যাচ্ছে। কিন্তু কেউ কমান্ড অমান্য করে মার্চ থামাচ্ছে না।
কয়েক মুহুর্তেই কয়েক সাড়ি সৈন্য ছাদ থেকে নিচে পড়ে গেল।
এরপর সাংবাদিকরা
সবাই চিৎকার করে ওঠলেন, "থামান! থামান!"
এরপর যখন হিটলার
কমান্ড করলেন, "স্টপ!" ঠিক তখনই সবাই থেমে গেল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন