Bangla Jokes | Bangla Koutuk | Bangla Funny Jokes | BD Jokes | Jokes Bangla | Quick Jokes
চুটকি নং-৬
সালামত
গেল
আম
কুড়াতে
আম
পেল
খাওয়া;
তার
বাড়ির
পাশে
দেখ
জামিল
লাউয়া।
চুটকি নং-৭
বরিশাল থেকে এক
লোক
তার
ছেলের
সাথে
ঢাকা
শহরে
প্রথম
এসেছে। সদরঘাটে লঞ্চ
থেকে
নেমেই
দেখে
মানুষ
গিজ
গিজ
করছে। ভিড়ের
মধ্যে
সে
ঠিকমত
হাঁটতেও পারছেনা। তখন তার
ছেলেকে
বলল,
'বাবা,
আমাকে
ঢাকা
শহরে
আনলি
তো
আনলি
হাটের
দিনে
আনলি।?'
কর্মচারিঃ
স্যার আমি বছরে মাত্র
দুবার ছুটি চাই।
বসঃ
কতদিনের ছুটি?
কর্মচারিঃ
ছয় মাসের।
চুটকি
নং-৯
জাপানের ট্রেন
এতই
দ্রুত
গতি
চলে
যে
একবার
এক
লোক
ট্রেনে
ওঠে
বিদায়
নেয়ার
জন্য
তার
স্ত্রীকে চুমু
দিতে
গেল।
আর
তখনই
ট্রেন
ছেড়ে
দিল
আর
তার
চুমু
পরল
পরের
স্টেশনে দাঁড়িয়ে থাকা
এক
তরুনীর
গালে।
চুটকি
নং-
১০
একলোক
জীবনে
প্রথম
ফুটবল
খেলা
দেখছে।
কিন্তু
সে
বুঝতে
পারলনা
কেন
২২
জন
খেলোয়াড় একটা
বলকে
নিয়ে
দৌড়াদৌড়ি কাড়াকাড়ি করছে।
তখন
পাশের
একজন
দর্শক
তাকে
বলল,
'তারা
এভাবে
গোল
করার
চেষ্টা
করছে।
তখন
লোকটি
বিরক্ত
হয়ে
বলল,
'এটা
কোন
খেলা
হল?
বলটা
এমনিতেই গোল,
একে
আবার
গোল
করার
কী
দরকার?'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন