Bangla Jokes | Bangla Koutuk | Bangla Funny Jokes | BD Jokes | Jokes Bangla
বিশ্ব চাপাবাজি প্রতিযোগীতা চলছে নেদ্যারল্যান্ডের রাজধানী দি হেগে। বড় স্টেডিয়ামে এক বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। বড় একটা চাপামাপক যন্ত্রও স্থাপন করা হয়েছে মঞ্চে। একজন করে প্রতিযোগী চাপা মারার জন্য মঞ্চে ওঠছে আর চাপা মারছে আর চাপামাপক যন্ত্রের কাঁটা বলে দিচ্ছে কার চাপার জোর কত। আর তাই না দেখে দর্শক সমানে হাততালি দিচ্ছে।
অবশেষে বাংলাদেশের প্রতিযোগী মঞ্চে
ওঠল।
সে
যে মাত্র বলল,
'আই
এম
ফ্রম
বাংলাদেশ' আর
তখনই
চাপামাপক যন্ত্রের কাঁটা
সর্বচ্চো সীমা
অতিক্রম করল।
আর
সেটা
এমনভাবে কাঁপতে
লাগল
যে
যন্ত্রটাই ভেঙ্গে
যাওয়ার
দশা।
আর
দর্শক
চীৎকার
করে
বলছে,
'আর
চাপা
মারতে
হবেনা।
তুমিই
চ্যাম্পিয়ন, তুমিই
চ্যাম্পিয়ন।'
বাংলাদেশের প্রতিযোগীর আশ্চর্য হয়ে গেল। ব্যাপার কি?
'আমি
তো
এখনও
চাপাই
ঝারিনি।' দর্শক চীৎকার
করে
বলছে,
'তুমিই
চ্যাম্পিয়ন, তোমাকে
আর
চাপা
মারতে
হবেনা।'
এবার সে বিচারক
মন্ডলীর দিকে
তাকাল। তারাও বলল, 'তুমি কি দেখেছ চাপামাপক যন্ত্রের কী অবস্থা? তুমি যখনই বলেছো, আই এম ফ্রম বাংলাদেশ তখনই তোমার চাপা মারা সারা। তুমিই চ্যাম্পিয়ন। বাংলাদেশ মানেই চাপাবাজীতে বিশ্ব চ্যাম্পিয়ন।'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন