একদিন নাসিরুদ্দিন হোজ্জার স্ত্রী
রান্না
ঘরে
রান্না
করছে। হঠাৎ
ধপাস
করে
কিছু
একটা
পরা
আওয়াজ
হল।
তখন
সে
হোজ্জাকে জিজ্ঞাসা করল,
'ধপাস
করে
কিসের
আওয়াজ
হল?'
হোজ্জা উত্তর দিল,
'আরে
কিছুনা,
আমার
আলখাল্লাটা মেঝেতে
পড়ে
গেছিল।'
তার স্ত্রী বলল,
'একটা
আলখাল্লা মেঝেতে
পরলে
এত
জোরে
আওয়াজ
হয়
নাকি?'
তখন হোজ্জা উত্তর
দিল,
'আলখাল্লার ভিতর
যে
আমিও
ছিলাম।'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন