এক বোকা লোক
মেলায়
গেল। ঘুরতে ঘুরতে
এক
জায়গায়
দেখে
এক
প্যান্ডেলের সামনে
এক
লোক
এই
বলে
চিৎকার
করে
মানুষ
ডাকছে
আর
বলছে
'দেখলেও
পস্তাবেন না
দেখলেও
পস্তাবেন। ' 'টিকিট কত?'
মাত্র
একটাকা। ' বোকা
লোকটি
ভাবল,
মাত্রই
তো
একটাকা;
দেখিনা
কী
হয়।
সে একটাকা দিয়ে
টিকেট
কেটে
ভিতরে
প্রবেশ
করল।
তারপর
দেখল
এক
লোক
বসে
বসে
ডালি
বুনছে
আর
আরেক
লোক
দড়ি
পাকাচ্ছে। আশপাশে তেমন
কোন
লোক
দেখা
যাচ্ছেনা। সে অপেক্ষা করতে
থাকল
মজার
কিছু
হওয়ার
আশায়।
কিন্তু
অনেক
ক্ষন
হয়ে
গেল
তারপরও
ডালি
বুনা
আর
দড়ি
পাকানো
ছাড়া
আর
কিছুই
হচ্ছেনা।
শেষ পর্যন্ত লোকটা
আর
থাকতে
পারলনা। বের হয়ে
আসল।
তারপর
গেটে
দাঁড়ানো লোকটিকে বলল,
'ভাই,
ভিতরে
তো
কিছুই
হচ্ছেনা। ' তখন
ঐ
লোকটি
বলল,
'কেন?
ভিতরে
দেখেননি এক
লোক
বসে
বসে
ডালি
বুনছে
আর
আরেক
লোক
দড়ি
পাকাচ্ছে?
'এটাই?'
'হ্যাঁ
এটাই।
'এজনই
তো
বলেছিলাম 'দেখলেও
পস্তাবেন না
দেখলেও
পস্তাবেন।'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন