Bangla Jokes No. 10120: মাছ কি গরু যে গাছে ওঠবে?

তিন বোকা নৌকায় করে নদী পার হচ্ছে নৌকা যখন মাঝ নদীতে তখন এক বোকা বিড়ি ধরাল বিড়ি খাওয়া শেষে বিড়ির জ্বলন্ত উচ্ছিষ্টটা নদীতে ফেলে দিল  

Funny emoji for Bangla Jokes
এই দেখে দ্বিতীয় বোকা বলে উঠল, "এই বোকা, এটা কী করলি? নদীতে আগুন ফেললি কেন? নদীতে যদি আগুন ধরে যায় তাহলে সব মাছ পুড়ে মরে যাবেনা?"  

তখন তৃতীয় বোকা হাসতে হাসতে বলল, "তুই তো দেখি আস্ত বোকা মাছ পুড়বে কেন? নদীতে আগুন ধরলে সব মাছ গাছে ওঠে যাবে তাহলে আর একটা মাছও পুড়বেনা"  

প্রথম বোকা এতক্ষন চুপ করেছিল সে আর সহ্য করতো পারলনা সে তৃতীয় বোকাকে বলল, "এই গাধারাম, মাছেরা কি গরু যে তারা গাছে ওঠবে?"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন