Bangla Jokes | Bangla Koutuk | Bangla Funny Jokes | BD Jokes | Jokes Bangla
পরকালে তিন ব্যক্তি খোশগল্প করছেন। তাদের গল্পের বিষয় কে কিভাবে মৃত্যুবরণ করেছেন। প্রথম ব্যক্তি বলল, 'আমি একদিন আনমনে গুনগুন করে গান করতে করতে হেঁটে বাড়ি ফিরছিলাম। হঠাৎ রাস্তার পাশের বাড়ি থেকে আস্ত একটা ফ্রিজ আমার মাথার উপর পরল। সাথে সাথেই আমি অক্কা পেলাম।'
ঘটনা কোন দিন
কোথায়
ঘটেছে
এটা
শোনার
পর
দ্বিতীয় ব্যক্তি বলল,
'আরে,
ঐ
ফ্রিজটা তো
আমিই
ফেলেছিলাম সেদিন।'
"মানে?'
তখন দ্বিতীয় ব্যক্তি মুল
ঘটনা
বলা
শুরু
করল,
'আমার
স্ত্রী
এক
ব্যাটার সাথে
পরকীয়া
প্রেম
করত।
বুঝতে
পারতাম
কিন্তু
কখনও
ধরতে
পারতাম
না।'
'একদিন
বাড়ি
ফিরেই
সিগারেটের গন্ধ
পেলাম।
বুঝলাম
ব্যাটা
বাড়িতেই আছে।
ব্যাটাকে দুনিয়া
থেকে
বিদায়
করার
জন্য
খুঁজতে
শুরু
করলাম
সাড়া
বাড়িতে। কিন্তু
সাড়া
বাড়ি
তন্ন
তন্ন
করে
খুঁজেও
কোথাও
পেলাম
না।
রাগের
মাথায়
হাতের
কাছে
কিছুনা
পেয়ে
শেষ
পর্যন্ত ফ্রিজটাকেই তুলে
বাইরে
ছুঁড়ে
ফেললাম।'
'একেতো
মানসিক
উত্তেজনা তার
ওপর
ফ্রিজের মত
ভাড়ি
একটা
জিনিষ
তুলে
ছুঁড়ে
ফেলার
মত
শারিরীক উত্তেজনা। এরকম
দ্বিমুখী চরম
উত্তেজনা সইতে
না
পেরে
সাথে
সাথেই
হার্ট
এটাক
করে
পটল
তুললাম।'
তৃতীয় ব্যক্তি যার
জন্য
এত
কিছু
সেই
এতক্ষন
চুপ
ছিল।
এবার
সে
দ্বিতীয় ব্যাক্তিকে বলল,
'দাদা,
সেদিন
যদি
আপনি
ফ্রিজটা ছুঁড়ে
ফেলার
আগে
একবার
খুলে
দেখতেন
তাহলেই
তো
সেদিন
তিনটা
জীবন
বেঁচে
যেত।'

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন