Bangla Jokes No. 10123: পরিক্ষীত প্রতিবেশীর চরিত্র

একজন বাংলাদেশী সাংবাদিক আর একজন ভারতীয় বয়স্ক লোক বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলছে  ভারতীয় বয়স্ক লোকটি এক পর্যায়ে বলল, '১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় একটি বাংলাদেশী শরনার্থী পরিবারকে আমার বাড়ির চিলেকোঠায় আশ্রয় দিয়েছি'
Funny emoji to better entertain the readers of this Bangla Joke

তখন বাংলাদেশী সাংবাদিক বলল, 'আপনাদের এমন মহান অবদানের জন্যই ভারতকে আমরা পরিক্ষীত বন্ধু, নিঃস্বার্থ বন্ধু, অকৃত্রিম বন্ধু, ইত্যাদি বলে ডাকি।'

তখন ভারতীয় বয়স্ক লোকটি বলল, 'আমি কিন্তু তার নিকট থেকে প্রতিমাসে ভাড়া আদায় করি।'

তখন বাংলাদেশী সাংবাদিক বলল, 'এটা কোন ব্যাপার হল।  আপনি এত বড় ত্যাগ স্বীকার করবেন আর সামান্য ভাড়া আদায় করবেন না?'

তখন ভারতীয় বয়স্ক লোকটি বলল, 'আচ্ছা, আমার কি এখন তাদের বলা উচিত যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শেষ হয়ে গেছে?'

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন