Bangla Jokes No. 10125: ততীয় চুটকি সংগ্রহ

চুটকি নং- ১১
মশা আর ঢাকার মেয়রের মধ্যে কথোপকথনঃ
মেয়রঃ তোরা কামড়াবি তো কামড়াবি কিন্তু কানের কাছে ভোঁ ভোঁ করিস কেন?
মশাঃ আপনারা আমাদের মারবেন তো মারবেন কিন্তু আবার পিশে মারবেন কেন?

Funny emoji to more entertain the readers of these quick Bangla Joke
চুটকি নং- ১২
প্রশ্নঃ শান্তি স্থাপন কাদের পেশা? 
উত্তরঃ যারা বোম বানাতে ভালবাসে।  

চুটকি নং-১৩
হাটে গিয়ে এক লোকের সাইকেল হারিয়ে গেল। তখন সে বার বার বলতে লাগল, 'কে সাইকেল চুরি করেছো তাড়াতাড়ি বাহির কর নাহলে আগের বার যা করেছিলাম সেটাই আবার করব।' তখন আশেপাশের লোকজন ভয় পেয়ে সবাই মিলে খোঁজাখুঁজি করে তার সাইকেলটা বাহির করল। তারপর তাকে জিজ্ঞাসা করল, 'ভাই, আগের বার কী করেছিলেন?' সে বলল, 'আরেকটা সাইকেল কিনে নিয়েছিলাম।'

চুটকি নং- ১৪
মার্কেটিং-এর এক ছাত্র হঠাৎ এক ছাত্রীকে জড়িয়ে ধরল।  
ছাত্রীঃ এটা কি হল? 
ছাত্রঃ ডাইরেক্ট মার্কেটিং
ছাত্রীটি এবার ছাত্রটিকে সজোরে থাপ্পর মারল।  
ছাত্রঃ এটা কি হল? 
ছাত্রীঃ কাস্টোমার ফিডব্যাক।  

চুটকি নং- ১৫
প্রথম ছাত্রঃ প্রবন্ধ হতে হবে মেয়েদের স্কার্টের মত।  
দ্বিতীয় ছাত্রঃ কিন্তু কিভাবে? 
প্রথম ছাত্রঃ এমন দীর্ঘ হবে যেন সাবজেক্ট কভার হয় এবং এমন ছোট হবে যেন আকর্ষণীয় মনে হয়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন