Bangla Jokes No. 10126: প্রত্যেক উটই উষ্টীর ছানা

হযরত আনাস (রা.) থেকে বর্ণিত, জনৈক ব্যক্তি মহানবী (সা.) এর খেদমতে হাজির হয়ে একটি বাহনের আবেদন করলো।  মহানবী (সা.) তাকে বললেন, আমি তোমাকে একটি উষ্ট্র ছানা দেব।  লোকটি বললো, হে আল্লাহর রাসূল! উষ্ট্র ছানা দিয়ে আমি কি করবো? আমার তো এমন উটের প্রয়োজন, যার উপরে আমি আরোহন করতে পারি।  রাসূল (সা.) বললেন, ওহে শোন! প্রত্যেক উটই তো কোন না কোন উষ্টীর ছানা (তিরমিযী)। উৎস: দৈনিক সংগ্রাম
Blue color big exclamation mark is used to illustrate this practical Bangla Joke of Muhammad (SM).

হজরত আনাস (রা:) বলেন, “একদিন এক লোক এসে রাসুল (সা:) এর নিকট আরজ করল হে আল্লাহর নবী! আমার কোন সাওয়ারী নেই সুতারং চড়ে বেড়ানোর জন্য একটি সাওয়ারী দিন। হজরত রাসুল (সা:) বললেন, তোমাকে একটি উষ্ট্রির বাচ্চা দিব? লোকটি বললো, আমি উষ্ট্রির বাচ্চা দিয়ে কি করব, তখন রাসুল (সা:) বললেন, “এমন কোন উট আছে কি যে যা কোন উষ্ট্রীর গর্ভে হতে জন্মায়নি?” (সুনানে আবু দাউদ)  উৎস: আমাদের অর্থনীতি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন