Bangla Jokes | Bangla Koutuk | Bangla Funny Jokes | BD Jokes | Islamic Jokes | Jokes Bangla
হযরত হাসান বসরী (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.)-এর খেদমতে জনৈকা বৃদ্ধা এসে বললো, হে আল্লাহর রাসূল! আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকে জান্নাত দান করেন। রাসূলুল্লাহ (স) বললেন, জান্নাতে কোন বৃদ্ধা প্রবেশ করতে পারবে না। মহানবী (সা.) এর কাছে এ কথা শুনে বৃদ্ধা কেঁদে কেঁদে নিরাশ হয়ে ফিরে চললো।মহানবী (সা.) তখন উপস্থিত সাহাবীদের কে বললেন, তাকে
বলে দাও, সে বৃদ্ধা অবস্থায় জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ তা’য়ালা সকল জান্নাতী মহিলাকে চিরকুমারী হিসেবে সৃষ্টি করবেন। যেমন আল্লাহ তা’য়ালা ইরশাদ করেন- আমি ঐসব মহিলাকে এক বিশেষ অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। অর্থাৎ তাদেরকে কুমারী বানিয়েছি। সহবাসের পর পুনরায় তাদের কুমারীত্ব ফিরে আসবে (তিরমিযী)।
উৎস: দৈনিক সংগ্রাম
উৎস: দৈনিক সংগ্রাম
রাসুল (সা:) এত প্রিয় মানুষ ছিল যে বৃদ্ধাদের সাথে কৌতুক করতেন। একদিন এক বৃদ্ধা এসে মহানবী হজরত মুহাম্মদ (সা:) এর নিকট এসে আরজ করল, হে আল্লাহর নবী! আপনি আমার জন্য দোয়া করুন আল্লাহ যেন আমাকে জান্নাত নসীব করেন। রাসুল (সা:) বললেন, কোন বৃদ্ধা জান্নাতে প্রবেশ করবে না। রাসুল (সা:) এর কথা শুনে বৃদ্ধা মনে কষ্ট পেলেন। রাসুল (সা:) বুঝতে পেরে সাহাবীদের বললেন, তোমরা তাকে বলে দাও সে যখন জান্নাতে প্রবেশ করবে তখন সে বৃদ্ধা থাকবে না। বরং আল্লাহ সমস্ত জান্নাতি নারীকে ষোড়ষী কুমারীতে রূপান্তরিত করবেন। (সুনানে তিরমিজী)
উৎস: আমাদের অর্থনীতি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন