মহানবী (সা.) একদা তার কন্যা হযরত
ফাতেমা (রা.) এর বাড়িতে
গিয়ে জামাতা হযরত আলী
(রা.) কে বাড়িতে না
দেখে কন্যা কে এই
ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন
আমার সাথে বাক-বিতন্ডা
করে বাড়ি থেকে বের
হয়ে গিয়েছেন। মহানবী
(সা.) মসজিদে নববীতে গিয়ে
সেখানে দেখেন হযরত আলী
(রা.) একটি চাদর গায়ে
জড়িয়ে এমনভাবে শুয়ে আছেন যে,
তাঁর অর্ধেক দেহ মসজিদে
আর অর্ধেক মাটিতে।
তখন তিনি কৌতুক করে
বলেন, উঠো! হে আবু
তোরাব (মাটির পিতা)! এর
পর থেকে হযরত আলী
(রা.) এর উপনাম হয়ে
যায় আবু তোরাব (বুখারী)।
উৎস: দৈনিক সংগ্রাম
উৎস: দৈনিক সংগ্রাম
একদিন হজরত আলী (রা:)
মাটিতে শুয়ে ছিলেন।
তার সারা শরীর ধুলাবালি
মাখা ছিল। সে
পথ দিয়ে যাওয়ার কালে
এ দৃশ্য দেখে মহানবী
হজরত মুহাম্মদ (সা:) এর নজরে
পরে । তিনি
হজরত আলী (রা:) এর
কাছে গিয়ে বললেন উঠ
হে আবু তুরাব।
আবু তুরাব অর্থ (মাটির
বাপ)। এরপর
হতে আবু তুরাব হজরত
আলী (রা:) এর নাম,
হয়ে যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন