Bangla Jokes No. 10128: বিচি সহ খেুজুর খাওয়া

একদিন জামাই শ্বশুর মানে নবী (সা.) আলী (রা.) এক সাথে বসে খেজুর খাচ্ছিলেন নবী (সা.) খেজুর খেয়ে আটিগুলো আলী (রা.) যেখানে আটি রাখছিলেন সেখানে রাখছেন

A big blue color exclamation mark is used to illustrate this Bangla Joke about Muhammad (SM).
একপর্যায়ে রসিকতা করে নবী (সা.) বললেন, আলী তোমার দেখছি খুব খিদে পেয়েছে! তোমার পাশে দেখছো তো অনেক খেজুরের আটি!  

জামাইও ছাড়ার পাত্র নয় নবী (সা.)-কে লক্ষ্য করে আলী (রা.) বললেন, হে আল্লাহর রাসূল! আমার চেয়ে দেখছি আপনার অনেক বেশি খিদে পেয়েছে!  

কারণ আমি তো আটি ফেলে দিচ্ছি কিন্তু আপনি তো আটি সমেত খেজুর খেয়ে ফেলছেন কথার পর জামাই শ্বশুর সমস্বরে হো হো করে হেসে উঠলেন

এই কৌতুকটির উৎস: দৈনিক সংগ্রাম

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন