নাসিরুদ্দিন হোজ্জা বাড়ি থেকে
বের হওয়ার সময় তার
স্ত্রীকে বলল: "আমি সারা দিন
ক্ষেতে কাজ
করব। একেবারে
রাতে বাড়িতে এসে খাব।"
তার স্ত্রী বলল, "ইন্শাআলাহা
বলুন। ইনশাআল্লাহ্
ছাড়া কোন কিছু বলবেন
না।"
স্ত্রীর কথায় কান না
দিয়েই নাসিরুদ্দিন রওনা হল।
তারপর, সে বজ্রপাতে আঘাত
পেল, একটি খাড়া টিলা
থেকে আছড়ে পরল, তারপর
বন্যায় ভেসে গেল এবং
একটি ঝড়ের কবলে পরে
মারাত্মক আহত হল।
তারপর কোনমতে তার হাত
এবং হাঁটুতে ভর দিয়ে হামাগুড়ি
দিয়ে বাড়ি পৌঁছে দরজায়
নক করল।
তার স্ত্রী হাঁক পারে,
"কে?"
সে বলল, "ইনশাআল্লাহ, আমি নাসিরুদ্দিন হোজ্জা।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন