চুটকি
নং-
১৬
শিক্ষকঃ আলোর
গতি
না
শব্দের
গতি
বেশি?
ছাত্রঃ
স্যার,
শব্দের
গতি
বেশি।
শিক্ষকঃ (রাগান্বিত হয়ে)
কিভাবে?
ছাত্রঃ
স্যার,
আমরা
যখন
টেলিভিশন চালু
করি
তখন
শব্দই
আগে
শুনি
তারপর
আলো
দেখি।
চুটকি
নং-
১৭
খুকিঃ আচ্ছা আম্মু, আজ কি
ঈদ?
মাঃ কেন সোনামনি?
খুকিঃ আব্বু আর আন্টি কোলাকুলি
করছে যে!
চুটকি
নং-
১৮
নারী নেত্রীঃ সবক্ষেত্রে আমরা সমান অধিকার
চাই।
পুরুষ নেতাঃ তাহলে ম্যানহোলকে
ওম্যানহোল বলতে হবে।
চুটকি
নং-
১৯
প্রশ্ন: আদম (আঃ) কে কখন সৃষ্টি করা হয়েছিল?
উত্তর: হাওয়া (রাঃ) কে সৃষ্টির একটু আগে।
চুটকি
নং-
২০
প্রশ্ন: আল্লাহ কেন হাওয়াকে সৃষ্টির আগে আদমকে সৃষ্টি করেছিলেন?
উত্তর: কারন কিভাবে আদমকে সৃষ্টি করতে হবে সে ব্যাপারে কোন পরামর্শ শুনতে চাননি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন