Bangla Jokes No. 10136: বোকা মেয়র ও নাসিরুদ্দিন হোজ্জা

Nasiruddin Hojja | Bangla Jokes | Bangla Koutuk | Bangla Funny Jokes | BD Jokes | Jokes Bangla 

শহরের মেয়র নাসিরুদ্দিন হোজ্জাকে ডেকে পাঠিয়েছেন বিশেষ জরুরি কাজে।  নাসিরুদ্দিন রওনা হল মেয়রের সাথে দেখা করার উদ্দেশ্যে।  কিন্তু পথিমধ্যে গরমে কাহিল হয়ে নাসিরুদ্দিন একটি গাছের নিচে ঘুমিয়ে পড়ল।  ফলে মেয়রের সাথে দেখা করতে পারলনা।
Funny emoji to better entertain the readers of this Bangla Joke

এদিকে নাসিরুদ্দিনের দেরি দেখে মেয়র নিজেই নাসিরুদ্দিনের বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন।  কিন্তু তাকে না পেয়ে তার বাড়ির দরজায় "বোকা" লিখে চলে গেলেন।

নাসিরুদ্দিনের বাড়ি যাওয়ার পর সে দেখল মেয়র তাকে না পেয়ে তার বাড়ির দরজায় "বোকা" লিখে গেছেন।

পরের দিন, নাসরুদ্দিন মেয়রের অফিসে দ্রুত গেল এবং বলল, "দুঃখিত, আমি আমাদের দেখা করার কথা ভুলে গেছিলাম।  কিন্তু সৌভাগ্যবশত, কেউ আপনার নাম আমার বাড়ির দরজায় লিখে রেখে গেছে।"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন