Bangla Jokes No. 10211: যদি কিছু মনে না করেন

একদিন মোল্লা নাসিরুদ্দিন হোজ্জার একজন প্রতিবেশী তার বাড়ির সদর দরজার সামনে এসে তাকে ডাকতে লাগল।  মোল্লা তার সাথে দেখা করতে বাইরে এলেন।

তখন সেই প্রতিবেশী জিজ্ঞেস করলো, "মোল্লা ভাই, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনার গাধাটা কি আজকের জন্য ধার দিতে পারবেন? শহরে কিছু মাল নিয়ে যেতে হবে। "
Bangla Jokes: Mullah Nasiruddin Hozza Reversely Sitting on a Donkey
Bangla Jokes: Mullah Nasiruddin Hozza Reversely Sitting on a Donkey 

এদিকে মোল্লা সেই লোকটাকে দেখতেই পারেন না; গাধা ধার দেয়া তো দুরের কথা। তাই, কিছুটা ভদ্রতা বজায় রেখে উত্তর দিলেন, "কি আর বলবো ভাই; আপনার জন্য আমার খুব খারাপ লাগছে। একটু আগেই গাধাটাকে আরেক জন ধার নিয়ে গেছে। "

ঠিক এই সময়ই বাড়ির ভিতর থেকে গাধাটার চিৎকার শোনা গেল।

তখন প্রতিবেশী আশ্চর্য হয়ে বলল, "কিন্তু মোল্লা, আমি তো এই মাত্র গাধাটাকে ডাকতে শুনলাম।
মোল্লা নাসিরুদ্দিন তখন রেগে-মেগে বললেন, "আপনি কাকে বিশ্বাস করবেন; আমাকে নাকি গাধাটাকে?