Bangla Jokes No. 10202: কৌতুক হলেও সত্যি

আপনি জানেন কি পৃথিবীর প্রথম যে ব্যক্তি সড়ক দুর্ঘটনায় মারা যান তার মৃত্যু দিবসটাকে ঘটা করে আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপন করা হয়?

জ্বি! ১৮৯৬ সালের ১৭ আগস্ট ব্রিজেট ড্রিস্কল নামক এক মহিলা পথচারী সর্বপ্রথম সড়ক দুর্ঘটনার শিকার হন। ইংল্যান্ডের রাজধানী লন্ডনের ক্রিস্টাল প্যালেসের সামনে এই সড়ক দুর্ঘটনাটি সংঘটিত হয়।

বলা হয় যে গাড়িটিকে দ্রুত গতিতে আসতে দেখে তিনি হতভম্ব হয়ে যান। ফলে তিনি গাড়িটির সামনে থেকে সরে যেতে পারেননি। 

যাই হোক।  প্রতি বছর তার মুত্যু দিবসটাকে যুক্তরাজ্যে বেশ জাঁকজমকভাবে পালন করা হয়।

 ব্রিজেট ড্রিস্কল (Bridget Driscoll) লাল গোল দাগে চিহ্নিত


তথ্যসূত্রঃ
https://en.wikipedia.org/wiki/List_of_traffic_collisions

https://www.bbc.com/news/magazine-10987606

https://en.wikipedia.org/wiki/Death_of_Bridget_Driscoll